ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সরকার গঠনের আমন্ত্রণ পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৭ জুন ২০২৪   আপডেট: ২১:৩৩, ৭ জুন ২০২৪
সরকার গঠনের আমন্ত্রণ পেলেন মোদি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বিজেপি ও এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদি। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে বের হয়ে মোদি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। তাতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পায়নি বিজেপি। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ২৯০টি আসন পেয়েছে। তাই, গত দুবারের ন্যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং জোটের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে।

শুক্রবার মোদি বলেছেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, গত দু’দফায় (তার প্রধানমন্ত্রিত্বের) উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে। মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাকে জানিয়েছি, ৯ তারিখ বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’

বিজেপি সূত্রের খবর, এনডিএ-র মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে রাষ্ট্রপতি কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়েছিলেন মোদি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়