ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় জল, স্থল ও আকাশ পথে হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ৭ জুন ২০২৪  
গাজায় জল, স্থল ও আকাশ পথে হামলা চালাচ্ছে ইসরায়েল

গাজায় শুক্রবার জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিৃবার গাজার নুসিরাত শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়। শুক্রবারও নুসিরাত শিবির জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা দেইর আল-বালাহ-এর পূর্বে ইসরায়েলি হামলার এবং বুরেজ ক্যাম্পের কাছে সেনাবাহিনীর গাড়ি থেকে তীব্র গুলি চালানোর কথাও জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব বুরেজ এবং দেইর আল-বালাহতে ‘কয়েক ডজন সন্ত্রাসবাদীকে নির্মূল করেছে।’

আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, মাগাজি ক্যাম্পের ওয়াফাতির বাড়িতে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

মিশর সীমান্তবর্তী শহরটির সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, রাফাহ শহরের আল-সুলতান এলাকা লক্ষ্য করে জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে।।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দর এবং অন্যান্য এলাকায় ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে বাড়িঘরে বোমাবর্ষণ করা হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির ওসামা আল-কাহলুত বলেছেন, ‘দখলদার বাহিনী এবং স্নাইপাররা’ দেইর আল-বালাহের পূর্বে গাজার প্রধান সড়ক বরাবর লোকদের উপর গুলি চালাচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়