উত্তর কোরিয়া সীমান্তে লাউডস্পিকার দিয়ে প্রচারণা চালাবে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়া সীমান্তে লাউডস্পিকার দিয়ে প্রচারণা পুনরায় চালু করবে দক্ষিণ কোরিয়া। সিউলে পিয়ংইয়ং শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর পরে এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে লাউডস্পিকার স্থাপন করব এবং সম্প্রচার করব।’
উত্তর কোরিয়া গত শনিবার সীমান্তজুড়ে তিন শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তারা ‘পাল্টা ব্যবস্থা’ নিতে বাধ্য হয়েছে। ‘দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির দায় সম্পূর্ণভাবে উত্তরের উপর নির্ভর করবে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও আমরা যে ব্যবস্থা নিচ্ছি তা উত্তর কোরিয়ার সরকারের জন্য কঠিন হতে পারে, তবে এসব পদক্ষেপ উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এবং নাগরিকদের কাছে আলো ও আশার বার্তা দেবে।’
ঢাকা/শাহেদ