ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৩ জুন ২০২৪   আপডেট: ১০:১৫, ১৩ জুন ২০২৪
ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি প্রদেশ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সুলাওসি দ্বীপপুঞ্জে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। খবর সিনহুয়া নিউজের।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তালাউদ দ্বীপপুঞ্জের ৪১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ৩২ কিলোমিটার গভীরে। 

এ সময় তালাউদ দ্বীপপুঞ্জ, সাঙ্গিহে দ্বীপপুঞ্জ এবং প্রাদেশিক রাজধানী মানাডোতে ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়