ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১৮ জুন ২০২৪   আপডেট: ১০:০৮, ১৮ জুন ২০২৪
হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছবি: আনন্দবাজার

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

পরিবারিক সূত্র থেকে জানা গেছে, পেসমেকার পরিবর্তনের জন্য দুই দিন আগে ভর্তি হন তিনি। আরও জানা গেছে, তার অস্ত্রোপচার সফল হয়েছে। ভালো আছেন তিনি।

চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার পরিবর্তন করতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরোনো হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

পেসমেকারের কারণে বর্ষীয়ান এই লেখকের যাতে অন্যকোনো শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্দিষ্ট দিনে তার অস্ত্রোপচার হয়, সঙ্গে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়।

তবে চিকিৎসকদের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয়েছে, বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়