ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

পাকিস্তানে ঈদের সময় অতিরিক্ত খেয়ে ১ হাজার ২০০ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২০ জুন ২০২৪   আপডেট: ১০:৩২, ২০ জুন ২০২৪
পাকিস্তানে ঈদের সময় অতিরিক্ত খেয়ে ১ হাজার ২০০ জন হাসপাতালে

ছবি এক্স থেকে সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এবারের ঈদুল আজহায় অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০০ জনেরও বেশি। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, ঈদুল আজহার ছুটিতে অতিরিক্তি খাবার খেয়ে ১ হাজার ২০০ জনের বেশি স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঈদের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৫০০ জন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, পাকস্থলী ও অন্ত্রের সমস্যায় একদিনে শুধু পেশোয়ারে ৬১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগ অতিরিক্ত মাংস খেয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন:

পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে এবার ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে আসেন।

একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জনেরও বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে। লাহোরের সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালের প্রতিটিতে ১০০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়