ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, ২০ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ জুন ২০২৪  
দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, ২০ মৃতদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কারখানার ভেতর থেকে ২০টি  মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হসিয়ং-এ অবস্থিত। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে ইয়োনহাপ। 
 
স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভিতরে ব্যাটারি সেলের একটি সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়