ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

পবিত্র কাবাঘরের প্রধান চাবিরক্ষক শেখ সালেহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৪ জুন ২০২৪   আপডেট: ১৭:৩২, ২৪ জুন ২০২৪
পবিত্র কাবাঘরের প্রধান চাবিরক্ষক শেখ সালেহ মারা গেছেন

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবাঘরের প্রধান চাবিরক্ষক ও তত্ত্বাবধায়ক ড. শেখ সালেহ আল শাইবি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার (২২ জুন) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে গালফ নিউজ। 

মসজিদ আল-হারেমে জানাজার পর মক্কার আল মুআল্লা কবরস্থানে শেখ সালেহ আল শাইবিকে দাফন করা হয়েছে। তিনি পবিত্র কাবাঘরের ১০৯তম গার্ডিয়ান অব দ্য কাবা ছিলেন।

প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে আরবের বানু শাইবা সম্প্রদায় পবিত্র কাবাঘরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ সম্প্রদায়ের কাছে পবিত্র ঘরের চাবি সংরক্ষিত থাকে। এ সম্প্রদায়ের সদস্য শেখ সালেহ আল শাইবি ২০১৩ সাল থেকে কাবাঘরের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে আসছিলেন। 

ইসলাম ধর্মের পণ্ডিত আল শাইবি ইসলামিক স্টাডিজে ডক্টরেট করেছেন। তিনি ধর্ম ও ইতিহাসের উপর বেশ কয়েকটি বই লিখেছেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল শাইবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়