ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় না বসলে ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করে দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৫ জুন ২০২৪   আপডেট: ১৮:০১, ২৫ জুন ২০২৪
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় না বসলে ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করে দেবেন ট্রাম্প

দুই প্রধান উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই পরিকল্পনায় বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলে ইউক্রেনকে বলা হবে, তারা যদি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় না বসে তাহলে তাদের আর অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ একটি সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি জানান, ওই পরিকল্পনায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একই সময়ে মস্কোকে সতর্ক করবে যে, রাশিয়া আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে সমর্থন আরো জোরদার করবে ওয়াশিংটন।

আরো পড়ুন:

ট্রাম্পের দুই উপদেষ্টা কেলগ এবং ফ্রেড ফ্লিটজ ২০১৭-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় তার জাতীয় নিরাপত্তা পরিষদে প্রধান স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারা ট্রাম্পের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিকল্পনাল উপস্থাপন করেছেন এবং সাবেক প্রেসিডেন্ট এর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে ফ্লিটজ জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমি দাবি করছি না যে তিনি এটির সাথে একমত হয়েছেন বা এর প্রতিটি শব্দের সাথে একমত হয়েছেন, তবে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমরা খুশি হয়েছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়