ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

কেনিয়ায় ওবামার বোনকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৫ জুন ২০২৪  
কেনিয়ায় ওবামার বোনকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লো পুলিশ

নাইরোবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন ও কেনিয়ার অধিকারকর্মী আউমা ওবামার ওপর  কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের মধ্যে তিনি ছিলেন বলে জানিয়েছে সিএনএন।

বিতর্কিত কর বিল পাশ হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন কেনিয়ার হাজার হাজার মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) দুপুর ৩টায় বিক্ষেভকারীরা পার্লামেন্টের ভেতরে ঢুকে ভাংচুর চালায়। এমনকি পার্লান্টের একাংশে আগুনও দেয় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পার্লামেন্টের ভেতরেই কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ব্যথ হলে গুলিও ছুড়ে তারা। এতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত ও অর্ধশত আহত হয়েছেন। 

সিএনএনের পক্ষ থেকে আউমা ওবামার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কেন এখানে এসেছেন।

জবাবে আউমা বলেন, ‘আমি এখানে এসেছি কারণ - কি ঘটছে তা দেখুন। কেনিয়ার তরুণরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ করছে। তারা পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করছে। আমি আর দেখতেও পাচ্ছি না।’

এর পরপরই তিনি কাশতে শুরু করেন।

পরে আউমা বলেন, ‘আমাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে।’

এর আগে বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আউমা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক প্রেসিডেন্ট তার বোনের ওপর হামলা কিংবা কেনিয়ার পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়