ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

মদপানে বিশ্বে ২৬ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৫ জুন ২০২৪  
মদপানে বিশ্বে ২৬ লাখ মানুষের মৃত্যু

মদপানে বিশ্বে এক বছরে ২৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

মদ ও স্বাস্থ্য সম্পর্কিত জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মদপান অবস্থায় গাড়ি চালানো, মদপানজনিত সহিংসতা ও নিপীড়ন এবং সংশ্লিষ্ট রোগ-ব্যাধির কারণে বিশ্বব্যাপী প্রতি বছর ২০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ২৬ লাখ লোকের মৃত্যুর জন্য মদপান দায়ী। এদের মধ্যে ২০ লাখ পুরুষ এবং ছয় লাখ নারী। প্রতি এক লাখ মানুষের মধ্যে মদপানজনিত মৃত্যুর সর্বোচ্চ মাত্রা ইউরোপীয় এবং আফ্রিকান অঞ্চলে। এই অঞ্চল দুটিতে প্রতি এক লাখে ৫২ দশমিক ২ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, ‘নির্যাসের (মদ) ব্যবহার ব্যক্তিগত স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, দীর্ঘস্থায়ী রোগ, মানসিক স্বাস্থ্যের অবস্থার ঝুঁকি বাড়ায় এবং দুঃখজনকভাবে প্রতি বছর লাখ লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটায়।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়