ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ জুন ২০২৪   আপডেট: ০৯:৫২, ২৬ জুন ২০২৪
আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল বন্ধ

উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। বুধবার ভোর থেকে বিমান চলাচল শুরু হয়। বিমানবন্দরের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার থেকে পাঠানো আবর্জনা বোঝাই একটি বেলুন দ্বিতীয় নম্বর যাত্রী টার্মিনালের কাছে টারমাকে অবতরণ করে। এ ঘটনায় ইনচিওনের তিনটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন:

তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরের সীমানায় এবং এর আশেপাশে বেশ কয়েকটি বেলুন দেখা গেছে। বিমানবন্দরে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়।

ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশন জানিয়েছে, রাত ১টা ৪৬ মিনিট থেকে ভোর ৪টা ৪৪ মিনিট পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছিল।

উত্তর কোরিয়া মে মাসের শেষের দিক থেকে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠিয়েছে। শত শত বেলনু দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে অবতরণ করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়