ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ জুন ২০২৪   আপডেট: ০৯:৫২, ২৬ জুন ২০২৪
আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল বন্ধ

উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনার কারণে দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। বুধবার ভোর থেকে বিমান চলাচল শুরু হয়। বিমানবন্দরের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার থেকে পাঠানো আবর্জনা বোঝাই একটি বেলুন দ্বিতীয় নম্বর যাত্রী টার্মিনালের কাছে টারমাকে অবতরণ করে। এ ঘটনায় ইনচিওনের তিনটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরের সীমানায় এবং এর আশেপাশে বেশ কয়েকটি বেলুন দেখা গেছে। বিমানবন্দরে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়।

আরো পড়ুন:

ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশন জানিয়েছে, রাত ১টা ৪৬ মিনিট থেকে ভোর ৪টা ৪৪ মিনিট পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছিল।

উত্তর কোরিয়া মে মাসের শেষের দিক থেকে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠিয়েছে। শত শত বেলনু দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে অবতরণ করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়