ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানব দেহে প্রথম বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৬ জুন ২০২৪   আপডেট: ১১:৩৩, ২৬ জুন ২০২৪
মানব দেহে প্রথম বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড

বিশ্বে প্রথম দেশ হিসাবে মানুষের দেহে বার্ড ফ্লু এর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড। পশুদের সংস্পর্শে আসা কিছু কর্মীকে আগামী সপ্তাহে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে রয়টার্স।

নর্ডিক দেশটি ১০ হাজার নাগরিকের জন্য টিকা কিনেছে। প্রতিটিতে দুটি ইনজেকশন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যৌথ ক্রয়ের অংশ হিসাবে ১৫টি দেশের জন্য চার কোটি ডোজ টিকা তৈরি করেছে সিএসএল সিকিরাস।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান কোম্পানি বলেছে, ফিনল্যান্ডই হবে প্রথম দেশ যারা প্রথম টিকা দিতে যাচ্ছে।

ফিনিশ ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার এক বিবৃতিতে বলেছে, ‘১৮ বছর বা তার বেশি বয়সী যারা তাদের কাজ বা অন্যান্য পরিস্থিতিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে তাদের এই টিকা দেওয়া হবে।’

বার্ড ফ্লু-এর এইচফাইভএনওয়ান স্ট্রেনের সংক্রমণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী কয়েক কোটি হাঁস-মুরগি মারা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গরুসহ স্তন্যপায়ী প্রাণি এবং কিছু ক্ষেত্রে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়