ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৬ জুন ২০২৪   আপডেট: ২৩:০০, ২৬ জুন ২০২৪
বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট

কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। আজ বুধবার তিনি বিতর্কিত অর্থ বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রুটো বলেন, ‘এটি স্পষ্ট, কেনিয়াবাসীরা এই বিল চায় না। বিক্ষোভকারীদের সঙ্গে আমি কথা বলব। আমি ২০২৪ ফিন্যান্স বিলে স্বাক্ষর করব না। এটি পরবর্তীতে প্রত্যাহার করা হবে।’

সম্প্রতি অর্থনৈতিক সংকটে থাকা কেনিয়ার সরকার নাগরিকদের ওপর ধারাবাহিকভাবে কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় দেশজুড়ে চলতি সপ্তাহে বিক্ষোভ শুরু হয়।

মঙ্গলবার (২৫ জুন) কর বাড়ানোর বিলটি পার্লামেন্টে পাস হয়। এর প্রতিবাদে শত শত বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের একাংশে অগ্নিসংযোগও করে। তারা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু এতেও বিক্ষোভকারীরা না থামলে পুলিশ তাজা গুলি বর্ষণ করে।

কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনএইচআরসি) জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। 

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়