ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

মালদ্বীপের প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৭ জুন ২০২৪   আপডেট: ১৫:৩৫, ২৭ জুন ২০২৪
মালদ্বীপের প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমা শামনাজ আলী সালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণ্যমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মনিং পোস্ট।

দেশটির পুলিশ জানিয়েছে, গত রোববার রাজধানী মালে থেকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমা শামনাজ আলী সালিমসহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে পুলিশ এ বিষয়টি স্বীকার করেনি, আবার অস্বীকারও করছে না। 

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের আইন অনুযায়ী, জাদুটোনা করা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। তবে ইসলামিক আইনের অধীনে এই মন্ত্রীর ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

এই দ্বীপপুঞ্জর লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। তারা বিশ্বাস করে যে, তারা নানা ধরনের জাদুবিদ্যার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়