ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

‘আপনি সবচেয়ে খারাপ! না, আপনিই সবচেয়ে খারাপ!’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৮ জুন ২০২৪   আপডেট: ১৭:৫৪, ২৮ জুন ২০২৪
‘আপনি সবচেয়ে খারাপ! না, আপনিই সবচেয়ে খারাপ!’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম দফার বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক চলাকালে দুই বৃদ্ধকেই মেজাজ হারাতে ও অসংলগ্ন মন্তব্য করতে দেখা গেছে।

৮১ বছর বয়সী বাইডেন এবং ৭৮ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯০ মিনিটের বির্তকে একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন। একজন বলেছেন, ‘আপনি সবচেয়ে খারাপ!’ জবাবে অপরজন বলেছেন, ‘না, আপনিই সবচেয়ে খারাপ!’

দুই প্রতিদ্বন্দীর বয়স সম্পর্কে মডারেটর ডানা ব্যাশের একটি প্রশ্নের পরে ট্রাম্প ও বাইডেন একে অপরকে গলফ খেলার চ্যালেঞ্জ করেন। 

এখনও চমৎকাল গলফ খেলতে পারেন উল্লেখ করে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার জন্য তার শারীরিক সক্ষমতা ও মেধা রয়েছে।

তিনি বলেন, ‘আমি দুটি ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছি, এমনকি সিনিয়রই নয়, দুটি নিয়মিত ক্লাব চ্যাম্পিয়নশিপ। এটি করার জন্য আপনাকে বেশ স্মার্ট হতে হবে এবং আপনাকে পথ ধরে বলে আঘাত করার মতো সক্ষম হতে হবে।’

বাইডেন এতে ব্যর্থ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘উনি এটা পারবেন না। তিনি ৫০ গজ দূরেও একটি বল মারতে পারবেন না।’

এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের উচ্চতা ও ওজন সম্পর্কে মন্তব্য করার পর বাইডেন বলেন, ‘আমি আপনাকে আগেও বলেছি, যদি আপনি নিজের ব্যাগ নিজে বহন করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে সানন্দে গলফ খেলব।’

এক পর্যায়ে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বাইডেন। পর্নোতারকার সঙ্গে ট্রাম্পের যৌনসম্পর্কের বিষয়ে কথা বলেন তিনি।

ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘জনসমক্ষে একজন নারীর শ্লীলতাহানি করার জন্য... আপনার স্ত্রী যখন গর্ভবতী ছিলেন, তখন একজন পর্নো তারকার সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য...আপনি কত বিলিয়ন ডলারের দেওয়ানি জরিমানা দেবেন?’

ট্রাম্প অবশ্য অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ সাফ অস্বীকার করেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়