ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

উত্তরাখন্ডে বানের তোড়ে ভেসে গেছে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৯ জুন ২০২৪  
উত্তরাখন্ডে বানের তোড়ে ভেসে গেছে গাড়ি

ভারতের উত্তরাখন্ডে প্রবল বানের তোড়ে ভেসে গেছে বাস ও প্রাইভেট কার। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির জেরে গঙ্গার পানির স্তরও বেড়েছে অস্বাভাবিকভাবে। কোথাও কোথাও নদীর তীর ছাপিয়ে রাস্তায় উঠে এসেছে গঙ্গার পানি। কোথাও বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গা। এ রকম পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। 

শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেহরাদূন ও বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,  হর কি পাউরি এলাকায় নদীতে বেশ কয়েকটি গাড়ি ও বাস গঙ্গার পানিতে ডুবে আছে। প্রবল স্রোত শ্মশানে পার্ক করা বাস ও আটটি গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।

আরেকটি ভিডিওতে একজন পুলিশ সদস্যকে তীর্থযাত্রী ও স্থানীয়দের নদীর তীরে না যাওয়ার জন্য সতর্কবার্তা দিতে দেখা গেছে।

তিনি বলেছেন, ‘বৃষ্টির পর নদীতে পানির উচ্চতা হঠাৎ করে বেড়ে গেছে। সবাইকে নদীর তীরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়