ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩০ জুন ২০২৪   আপডেট: ১২:৫২, ৩০ জুন ২০২৪
আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ

আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। খবর মেহের নিউজের।

লেবানন সফর শেষে শনিবার (২৯ জুন) মিশরের আল-কাহেরা নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি বলেছেন, ‘হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়’।

তিনি বলেন, ‘আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং (হিজবুল্লাহর সঙ্গে) যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে আরব লীগের সদস্য দেশগুলো এখন সম্মত হয়েছে যে, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়।’ 

এছাড়াও তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র এবং হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্ত পূরণ করা হয়েছে।

২০১৬ সালের ১১ মার্চ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আরব লীগ। ইসরায়েলের ইহুদিবাদী শাসকের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের ফলে এই পদক্ষেপ নেয়া হয়েছিল।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনেদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এটিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তার লেবানন সফরের শেষ দিন শুক্রবারে (২৮ জুন) হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের সাথে বৈঠক করেছেন। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে আরব লীগ ও হিজবুল্লাহর মধ্যে প্রথম বৈঠক।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়েছে। গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করলে হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়