ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

ফ্রান্সে নির্বাচন: ৪০ বছরের মধ্যে ভোটার উপস্থিতির হার সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৩০ জুন ২০২৪   আপডেট: ২১:২৩, ৩০ জুন ২০২৪
ফ্রান্সে নির্বাচন: ৪০ বছরের মধ্যে ভোটার উপস্থিতির হার সর্বোচ্চ

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। রোববার ভোটকেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিবিসি জানিয়েছে, ভোটদান এখনও পর্যন্ত প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। মধ্যাহ্নের মধ্যে এই হার ছিল ২৬ মতাংশ, যা ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এই হার ২০২২ সালের পার্লামেন্ট নির্বাচনের সময়ের তুলনায় বেশি। ওই ভোটের দিনে এই সময়ে ভোটার উপস্থিতির হার মাত্র ১৮ দশমিক ৪৩ শতাংশ ছিল।

ইপসোস পোলিং ইনস্টিটিউটের গবেষণা পরিচালক এক্স-এ লিখেছেন, ‘১৯৮১ সালের পার্লামেন্ট নির্বাচনের পর সর্বোচ্চ হার এটি।’

বিভিন্ন জনমত জরিপের আভাস মিলেছে, মেরিন লি পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল আরএন প্রথমবারের মতো এবার ক্ষমতায় আসতে যাচ্ছে। জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে যাওয়ায় অভিবাসনবিরোধী এবং কট্টর ডানপন্থি এই দলটির প্রতি জনগণের সমর্থন বাড়তে দেখা গেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনে খারাপ ফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।

রোববার টানা ১২ ঘণ্টা ভোট গ্রহণ চলবে। ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়