ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তুরস্কে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১ জুলাই ২০২৪   আপডেট: ১৩:০৬, ১ জুলাই ২০২৪
তুরস্কে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জুন) পশ্চিম তুরস্কের শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক (গ্যাস) বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে রাস্তাটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। আশপাশে থাকা বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, কয়েক ডজন উদ্ধারকর্মীকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ৪০ জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ী হতে পারে এমন একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিল।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়