ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চীনে বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৩ জুলাই ২০২৪  
চীনে বন্যার আশঙ্কা

দক্ষিণ চীনে প্রবল বৃষ্টিপাতের পর ইয়াংজি নদীতে পানির উচ্চতা বেড়েছে। এর ফলে পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা বৃষ্টিপাতের ফলে চীনের দীর্ঘতম নদীর জিয়াংসু অংশে পানির স্তর বুধবারও বেড়েছে। পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীবাহী ফেরিসহ বিভিন্ন জাহাজকে নদীর জিয়াংসু বিভাগে প্রবেশ বা চলাচল নিষিদ্ধ করেছে।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছিল, ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অংশে পানির স্তর সতর্কতা চিহ্ন অতিক্রম করেছে।

চলতি সপ্তাহের শুরুতে মধ্য চীনের হুনান প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে পিংজিয়াং কাউন্টির মিলুও নদীর পানি ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে।

হুনানের স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে। শহরের বড় অংশ জলাবদ্ধ হয়ে পড়েছে। আটকে পড়া লোকদের নৌকায় করে উদ্ধার করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিচুয়ান, চংকিং, হুবেই, হেনান এবং শানডং-এর কিছু অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়