ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

যুক্তরাজ্যে নির্বাচন: নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রধানমন্ত্রী সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৩ জুলাই ২০২৪   আপডেট: ২০:৩৪, ৩ জুলাই ২০২৪
যুক্তরাজ্যে নির্বাচন: নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রধানমন্ত্রী সুনাকের

বুধবার রাত পোহালেই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে নিজের আসনে পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা রিশি সুনাক। দলের ভেতরে থাকা নিজের ঘনিষ্ঠজনদের কাছে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

নির্বাচনে ইয়র্কশায়ারের আসন থেকে প্রার্থী হয়েছেন সুনাক। আশঙ্কা সত্যি হলে সুনাকই হবেন প্রথম ক্ষমতাসীন নেতা যিনি নিজের আসন হারাবেন। 

মঙ্গলবার কনজারভেটিভ পার্টির সমাবেশের আগে বিশ্বস্তদের সুনাক জানিয়েছেন, তিনি মনে করেন রিচমন্ড ও নর্থালারটনে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থীর সঙ্গে। ২০১৯ সালে সুনাক ২৭ হাজার ভোটের ব্যবধানে এই আসনটি জিতেছিলেন।

একটি সূত্র বলেছে, ‘তিনি (সুনাক) রিচমন্ডে পরাজয়ের জন্য সত্যিকার্থে ভীত: এটি কঠিন হতে পারে এমন আশঙ্কা তাকে চেপে ধরেছে। তিনি বিচলিত - তিনি বিশ্বাস করতে পারছেন না যে, ব্যবধান এত কাছাকাছি হবে।’

অবশ্য দলীয় সূত্র সুনাকের নির্বাচনী এলাকায় পরাজয়ের আশঙ্কাকে স্পষ্টভাবে অস্বীকার করে বলেছে, ‘প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী যে তিনি তার আসন ধরে রাখবেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়