ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

ব্যাপক ব্যবধানে জিততে যাচ্ছে লেবার পার্টি?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৩ জুলাই ২০২৪  
ব্যাপক ব্যবধানে জিততে যাচ্ছে লেবার পার্টি?

বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটলে বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে কেইর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি ব্যাপক ভোটে জয়ী হতে যাচ্ছে। মঙ্গলবার রাতে লন্ডনভিত্তিক জরিপ সংস্থা সার্ভেশনের প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

সার্ভেশন জানিয়েছে, ১৯৯৭ সালে লেবার নেতা টনি ব্লেয়ার ব্যাপক ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির ১৮ বছরের শাসনের অবসান ঘটিয়ে ছিলেন। এবার স্টারমারের নেতৃত্বে দল ‘১৯৯৭ সালের তুলনায় বেশি আসন জিততে পারে বলে ৯৯ শতাংশ নিশ্চিত’।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ও সামাজিক সমস্যা এবং গভীরভাবে বিভক্ত রাজনৈতিক ব্যবস্থায় ঘেরা একটি দেশের উত্তরাধিকারী হতে চলেছেন।

আরো পড়ুন:

ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও জননীতির অধ্যাপক টবি জেমস বলেছেন, ‘আগত সরকার অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। লেবার যদি পূর্বাভাস অনুযায়ী বড় ব্যবধানে জিততে পারে, তাহলে সেটি (টনি) ব্লেয়ারের ১৯৯৭ সালের বিজয়ের সমান্তরাল হবে। তবে, ব্লেয়ার উত্তরাধিকার হিসাবে যা পেয়েছিলেন, পরিস্থিতি তারচেয়ে অনেক বেশি কঠিন...অর্থনীতি ১৯৯৭ সালে বিকশিত হয়েছিল, যেখানে সম্প্রতি এটি সবচেয়ে মন্থর হয়ে পড়েছে। রেকর্ড মুদ্রাস্ফীতির পরে পণ্যমূল্য অনেক বেশি থাকে। বড় সরকারি ঋণ রয়েছে, যা নগদ সংকটের কারণে জনসাধারণের পরিষেবাগুলোতে ব্যয় করা কঠিন করে তুলবে।’

সারভেশন জানিয়েছে, এবারের নির্বাচনে লেবার ৪২ শতাংশ ভোট পাবে, যার ফলে মোট ৬৫০ আসনের মধ্যে দলটি ৪৮৪টি আসন পাবে। অপরদিকে কনজারভেটিভরা ২৩ শতাংশ ভোট পাবে। অতীতের সাধারণ নির্বাচনের তুলনায় অনেক বেশি কম ভোট পাবে দলটি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়