ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

যুক্তরাজ্যের ভোটকেন্দ্রগুলোতে কুকুরের লক্ষণীয় উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৪ জুলাই ২০২৪  
যুক্তরাজ্যের ভোটকেন্দ্রগুলোতে কুকুরের লক্ষণীয় উপস্থিতি

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। ভোটকেন্দ্রগুলোতে ভোটারের পাশাপাশি কুকুরের উপস্থিতিও রয়েছে লক্ষণীয়। 

ভোটকেন্দ্রে আসার সময় ভোটার পোষা প্রাণি নিয়ে আসা যুক্তরাজ্যে সাধারণ ঘটনা। বিবিসি ও গার্ডিয়ানসহ ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা তাদের পোষা কুকুরদের ছবি পোস্ট করার আহ্বান জানিয়েছিল। এতে অনেক পাঠকই সাড়া দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, তাদের কাছে যেসব ছবি এসেছে সেগুলোর মধ্যে প্রথম ছবিটি পোস্ট করা হয়েছে সকাল ৮টা ২১ মিনিটে। নিউবারি ভোট কেন্দ্রে ম্যাপেল নামে আট মাস বয়সী ককার স্প্যানিয়েল কুকুরছানাটি সকাল ৭টায় হাজির হয়েছিল।

আরো পড়ুন:

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ #DogsAtPollingStations- হ্যাশট্যাগ খোলা হয়েছে। তাদের ভোটাররা ভোটকেন্দ্রে নিয়ে আসা তাদের কুকুরের ছবি পোস্ট করছেন। পাশাপাশি অনেকে কুকুরের চেহারার সঙ্গে রাজনীতির হালচিত্রের মিল তুলে ধরে মন্তব্য করছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়