ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেনই বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৪ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৩৮, ৪ জুলাই ২০২৪
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেনই বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের সময় তার মাথা কাজ করেনি। তবে তিনি নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উইসকনসিন রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

বাইডেন জানিয়েছেন, বিতর্কে তার ভুল ছিল। তবে বিষয়টি ভুলে গিয়ে ভোটারদের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে পুনরায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী। কেউ আমাকে প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে না। আমি ছাড়ছি না।’

বাইডেন বলেন, ‘আমাকে এটি স্পষ্ট ও সহজভাবে বলতে দিন। আমি প্রতিযোগিতায় থাকছি।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বৃহস্পতিবারের বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার চাপ ক্রমে বাড়ছে। নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেই সমর্থন দেওয়া ইস্যুতে ফাঁটল ধরতে শুরু করেছে। বুধবার ডেমোক্রেটিক পার্টির গভর্নরদের সঙ্গে বৈঠকে বাইডেন নির্বাচনে তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়