ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিম তীরের ৩ হাজার একর জমি দখল করে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৪ জুলাই ২০২৪   আপডেট: ২১:৪৬, ৪ জুলাই ২০২৪
পশ্চিম তীরের ৩ হাজার একর জমি দখল করে নিলো ইসরায়েল

গাজায় যখন ফিলিস্তিনিদের নিধনযজ্ঞ চালানো হচ্ছে, তখন অধিকৃত পশ্চিম তীরে ৩ হাজার ১৩৮ একর জায়গা দখল নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত তিন দশকের মধ্যে এটি পশ্চিম তীরে ইসরায়েলের সর্বোচ্চ পরিমাণে জমি দখলের রেকর্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাউ জানিয়েছে, ২৫ জুন পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ৩ হাজার ১৩৮ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় নির্বিঘ্নে ইহুদি বসতি গড়ে তোলার জন্য এ ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার আওতায় পশ্চিম তীরের পূর্বাঞ্চলে জেরিকো শহরের কাছাকাছি ফিলিস্তিনি ভূখণ্ডটুকু সরকারিভাবে ইসরায়েলের করে নেওয়া হলো। 

আরো পড়ুন:

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল প্রায় ২ হাজার ৭৫০ একর ভূমি খাসজমি হিসেবে ঘোষণা দিয়েছিল।

১৯৯৩ সালে অসলো চুক্তির পর এবারই ইসরায়েল সবচেয়ে বেশি পরিমাণ ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলো। অসলো চুক্তিতে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এর উল্টো ঘটনাই ঘটছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়