ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাইডেনের প্রার্থিতা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসবে ডেমোক্রেটরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৬ জুলাই ২০২৪   আপডেট: ২২:০৪, ৬ জুলাই ২০২৪
বাইডেনের প্রার্থিতা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসবে ডেমোক্রেটরা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রার্থিতা নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। শনিবার (৬ জুলাই) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। 

গত সপ্তাহে নির্বাচন পূর্ব বিতর্কে প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে ভরাডুবি হয় বাইডেনের। এর পর থেকে দলের ভেতরে-বাইরে সমালোচনার মুখে থাকলেও ভোটের মাঠ ছাড়বেন না বলে একাধিকবার জানিয়েছেন তিনি। শুক্রবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারেও বাইডেন সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে কাজ করতে পারবেন কিনা এবং বয়স ও কাজ করতে তিনি অক্ষম কিনা সাক্ষাৎকারের প্রায় পুরো সময়ে উপস্থাপক স্টিফানোপোলোস বাইডেনকে সেই প্রশ্নবাণে জর্জরিত করেছেন। কিন্তু বাইডেন তার শারীরিক সক্ষমতার বিষয়টি স্পষ্ট করেননি।

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নেতা হাকিম জেফরিস রোবারের জন্য বৈঠকের সময় নির্ধারণ করেছেন। বৈঠকে বাইডেনের প্রার্থী হিসাবে যোগ্যতার বিষয়টি আলোচনা হতে পারে। সেখানে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে আসার আহ্বানও জানানো হতে পারে।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়