ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাইডেনকে মস্তিস্ক পরীক্ষা করানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৬ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৫, ৬ জুলাই ২০২৪
বাইডেনকে মস্তিস্ক পরীক্ষা করানোর আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্নায়ুবিক পরীক্ষা করার এবং ফলাফলগুলো জনসাধারণের কাছে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছেন আমেরিকার হাই প্রোফাইল নিউরোসার্জন ডা. সঞ্জয় গুপ্তা। শনিবার (৬ জুলাই) সিএনএন এ তথ্য জানিয়েছে।

ডা. সঞ্জয় গুপ্তা সিএনএনকে জানিয়েছেন, তিনি এবং অন্যান্য নিউরো বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, প্রেসিডেন্ট বাইডেনের বিশদ আইকিউ পরীক্ষা নিশ্চিত করা উচিত।

তিনি বলেছেন, ‘স্নায়বিক দৃষ্টিকোণ থেকে, আমরা তার (প্রেসিডেন্টের) সংশয়ী অসংলগ্নতা নিয়ে উদ্বিগ্ন ছিলাম; একটি বাক্যের মাঝখানে হঠাৎ খেই হারিয়ে ফেলা, বক্তৃতা বন্ধ করা এবং মুখে অভিব্যক্তির অনুপস্থিতি, যার ফলে অনেক সময় এটি নীরস খোলা মুখের অভিব্যক্তি হয়।’

আরো পড়ুন:

ডা. গুপ্তা বলেন, তার পরামর্শ ‘শুধুমাত্র পর্যবেক্ষণের উপর ভিত্তি করে, কোনোভাবেই গভীর পরীক্ষা করে নয়। প্রেসিডেন্টকে বিশদ আইকিউ এবং চলাফেরার অসংলগ্নতা পরীক্ষা করার জন্য উৎসাহিত করা উচিত এবং সেই ফলাফলগুলো জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়