ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় পাপুয়া নিউ গিনির প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১২, ৭ জুলাই ২০২৪
অস্ট্রেলিয়ায় পাপুয়া নিউ গিনির প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার

নারীকে মারধর করার অভিযোগে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী এক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। ওই মন্ত্রীকে পারিবারিক সহিংসতার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রোববার জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং একইসঙ্গে দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিডনির বন্ডিতে গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, পারিবারিক কলহের খবর জানিয়ে শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বন্ডিতে একটি বাড়িতে পুলিশকে ডাকা হয়। কর্মকর্তারা ৩১ বছর বয়সী এক নারীর মুখে আঘাত দেখতে পান। ঝগড়ার ফলে ওই নারীর পরিচিত ব্যক্তি ৫৮ বছর বয়সী জিমি মালাডিনা তাকে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জিমি মালাডিনাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘প্রকৃত শারীরিক ক্ষতির জন্য হামলার’ অভিযোগ আনা হয়েছে।

৫৮ বছর বয়সী এই মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ‘সততা এবং স্বচ্ছতার সাথে এই পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

মন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে আদালতের মুখোমুখি হতে হবে। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়