ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিজ্ঞাপনে ২ আঙ্গুলের চিহ্ন দেখানোয় সমালোচনার ঝড় দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৭ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৪, ৭ জুলাই ২০২৪
বিজ্ঞাপনে ২ আঙ্গুলের চিহ্ন দেখানোয় সমালোচনার ঝড় দক্ষিণ কোরিয়ায়

ফরাসি গাড়ি প্রস্তুতকারক রেনল্টের দক্ষিণ কোরিয়ার সহযোগী প্রতিষ্ঠান রেনল্ট কোরিয়া দুই আঙ্গুলের চিহ্ন দেখিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অনেকেই প্রতিষ্ঠানটির তৈরি করা গাড়ি কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার (৭ জুলাই) কোরিয়ার হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

দুই আঙ্গুলের এই ভঙ্গির একটি ইতিহাস রয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই ভঙ্গিটি মেগালিয়ার সাথে যুক্ত, যারা দক্ষিণ কোরিয়ার একটি অধুনালুপ্ত অনলাইন নারীবাদী সম্প্রদায়। তারা উস্কানিমূলক এবং বিতর্কিত কৌশলের জন্য পরিচিত। দুই আঙ্গুলের এই চিহ্নটি দক্ষিণ কোরিয়ার পুরুষদের যৌনাঙ্গের আকারকে উপহাস করার উদ্দেশ্যে দেখানো হয়, যা পুরুষদের জন্য আপত্তিকর হিসাবে বিবেচিত হয়। এই চিহ্নকে ‘মেগালিয়ান হ্যান্ড’ বলা হয়।

২৭ জুন রেনল্ট ইনসাইড ইউটিউব চ্যানেলে পোস্ট করা নতুন রেনল্ট গ্র্যান্ড কোলিওসের প্রচারের একটি ভিডিওতে একজন নারী ব্র্যান্ড ম্যানেজার বারবার ‘মেগালিয়ান হ্যান্ড’ দেখিয়েছেন। বিজ্ঞাপনটি প্রচারের পরপরই দক্ষিণ কোরিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে অনুসন্ধানে দেখা গেছে, একই ব্র্যান্ড ম্যানেজার রেনল্ট এসএম৬ এবং রেনল্ট আরকানা মডেলের বিজ্ঞাপনেও একই ধরনের চিহ্ন দেখিয়েছেন।

আরো পড়ুন:

অনলাইনে অনেকেই রেনল্টের গাড়ি না কেনার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অবশ্য রেনল্ট কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। এছাড়া বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্র্যান্ড ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়