ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি ‘অনস্বীকারযোগ্য অধিকার’: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১৮, ৮ জুলাই ২০২৪
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি ‘অনস্বীকারযোগ্য অধিকার’: যুক্তরাজ্য

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি ‘অনস্বীকারযোগ্য অধিকার।’

রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেছন।

লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে দ্বি-রাষ্ট্রীয় সমাধান হিসাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবশ্য গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে দলের অবস্থান নিয়ে মুসলিম ভোটারদের মধ্যে অসন্তোষ ছিল। এর ফলে সদ্য শেষ হওয়া নির্বাচনে মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ এলাকায় লেবাররা উল্লেখযোগ্য নির্বাচনী ধাক্কা খেয়েছে। 

আরো পড়ুন:

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় স্টারমার বলেছেন, ‘মেয়াদের শুরুতেই এ অঞ্চলে চলমান দুর্ভোগ এবং গাজায় প্রাণহানির বিধ্বংসী ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথা বলতে পেরে খুশি হয়েছেন। সংস্কারের গুরুত্ব এবং ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তি প্রক্রিয়ায় অবদান রাখার স্বীকৃতির বিষয়ে তার দীর্ঘদিনের নীতি পরিবর্তন হয়নি এবং এটি ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার।’

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ‘শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে’ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের জানুয়ারিতে করা মন্তব্যের প্রতিধ্বনি। মে মাসে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বলে আখ্যা দিয়েছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়