ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে ৪ দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৭ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৬, ৭ জুলাই ২০২৪
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে ৪ দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটে রোববার বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। গত চার দশকের মধ্যে জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে উগ্র ডানপন্থিরা সবচেয়ে শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা নাগাদ ভোট পড়েছে ৫৯ দশমিক ৭১ শতাংশ। ২০২২ সালের দ্বিতীয় রাউন্ডের ভোটের সময়ের তুলনায় এই হার ৩৮ দশমিক ১১ শতাংশ বেড়েছে। ১৯৮১ সালের পর থেকে বিকালে সর্বোচ্চ ভোটের হার এটি।

আরো পড়ুন:

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, উগ্র ডানপন্থি দল আরএন পার্লামেন্টে সর্বাধিক আসন জিতবে। তবে আসন সংখ্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম হতে পারে। এটি হলে ঝুলন্ত পার্লামেন্ট ইউরো জোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা এবং নীতিগত অচলাবস্থার সূচনা করবে। এছাড়া নির্বাচনে আরএন এর উত্থান ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম অতি-ডানপন্থি সরকারের সূচনা হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়