ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পশ্চিমবঙ্গের হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বাংলাদেশি বন্দী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৯ জুলাই ২০২৪   আপডেট: ১৫:২৪, ৯ জুলাই ২০২৪
পশ্চিমবঙ্গের হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বাংলাদেশি বন্দী

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে বিচারাধীন এক বাংলাদেশি বন্দী পালিয়েছেন। তার নাম রাজু মিঞা। রোববার (৭ জুলাই) মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের জানালা ভেঙে পালিয়েছেন তিনি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাজু মিঞা নামে ওই বাংলাদেশি বন্দীকে প্রচণ্ড পেটব্যথা ও মাথাব্যথা সমস্যার কারণে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে শৌচাগারে যান রাজু মিঞা। কিন্তু দীর্ঘসময় পরও ফিরে না আসায় পরে শৌচাগারে গিয়ে দেখা যায় জানালার কাচ ভাঙা এবং রাজু মিঞা উধাও।

পুলিশ জানিয়েছে, বিচারাধীন বাংলাদেশি বন্দী রাজু মিঞার বাড়ি বাংলাদেশের রংপুরে। পশ্চিমবঙ্গের উদয়নারায়নপুর থানার পুলিশ গত ২১ জুন তাকে গ্রেপ্তার করে। কাজের সন্ধানে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন রাজু।

ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরে আশ্রয় নেন রাজু। সেখানে একটি রঙের কারখানায় মিস্ত্রির কাজও নিয়েছিল তিনি। গোপন সূত্রে খবর পেয়ে উদয়নারায়নপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ২২ জুন উলুবেড়িয়া আদালতে তোলা হয় তাকে। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তারপর থেকে উলুবেড়িয়া সংশোধনাগারে ছিলেন রাজু। অসুস্থতার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

উলুবেড়িয়া মহকুমার শাসক মানস মণ্ডল জানিয়েছেন, বিচারাধীন পলাতক বন্দীকে খোঁজার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাকে ধরার। এরই মধ্যে বিভিন্ন থানায় ও সীমান্ত এলাকার থানায় খবর দেওয়া হয়েছে তাকে ধরার জন্য।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়