ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচারের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১০ জুলাই ২০২৪  
ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচারের চেষ্টা

ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচারের সময় চীনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী আধা-স্বায়ত্তশাসিত হংকং থেকে বেরিয়ে সীমান্ত শহর শেনজেনে যেতে চেয়েছিলেন। তাকে তল্লাশির পর কাস্টমস কর্মকর্তারা দেখতে পান যাত্রীর পরা ট্রাউজারের পকেটে টেপ দিয়ে সিল করা ছয়টি ছোট বাক্স রয়েছে। এগুলো খোলার পর বিভিন্ন আকারের ও রঙের জীবন্ত সাপ পাওয়া যায়।

বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা দুধের সাপ এবং ভুট্টার সাপসহ ১০৪টি সাপ জব্দ করেছে। এগুলোর অধিকাংশই বিদেশি প্রজাতির।

আরো পড়ুন:

একটি ভিডিওতে দুই কর্মকর্তাকে লাল, গোলাপী ও সাদা সাপ ভর্তি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ বহন করতে দেখা গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়