ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

কোটাবিরোধী আন্দোলনে ২০ শিক্ষার্থী আহতের ঘটনায় অ্যামনেস্টির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১১ জুলাই ২০২৪   আপডেট: ২২:২২, ১১ জুলাই ২০২৪
কোটাবিরোধী আন্দোলনে ২০ শিক্ষার্থী আহতের ঘটনায় অ্যামনেস্টির উদ্বেগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ২০ শিক্ষার্থী আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১১ জুলাই) সংস্থার দক্ষিণ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি পোস্টে বলেছে, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নে শিক্ষার্থীসহ অন্তত ২০ জনের আহত হওয়ার গণমাধ্যমের খবরে উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। জনগণকে তাদের অভিযোগ জনসমাগম স্থলে জানানোর জন্য শান্তিপূর্ণ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং তার নিজস্ব সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারকে অন্তর্ভুক্ত করে। কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষা করতে হবে এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়