ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নাইজেরিয়ায় বিদ্যালয়ের ভবন ধসে পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১০:৪৫, ১৩ জুলাই ২০২৪
নাইজেরিয়ায় বিদ্যালয়ের ভবন ধসে পড়ে নিহত ২১

ছবি: বিবিসি

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে বিদ্যালয় ভবন ধসে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। আরও হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক, তা নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) সকালে প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি নামের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দোতলা ভবন ধসে পড়ে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আরও শতাধিক মানুষ আটকা পড়েছে।

প্লাতেউ রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস এক বিবৃতিতে জানান, বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়