ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নিরাপদ ঘোষিত এলাকাতেই ইসরায়েলের হামলা, নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫২, ১৩ জুলাই ২০২৪
নিরাপদ ঘোষিত এলাকাতেই ইসরায়েলের হামলা, নিহত ৭১

ইসরায়েলি সামরিক বাহিনী যে এলাকাটিকে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ বলে ঘোষণা করেছিল সেখানেই বিমান হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় ৭১ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গাজা সরকারি গণমাধ্যম দপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীরাও আহত কিংবা নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আল-নুস গোলচত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল-মাওয়াসিতে তাঁবু এবং একটি পানি পরিশোধন ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরো পড়ুন:

ইসরায়েলি সেনাবাহিনীর একটি রেডিও স্টেশন জানিয়েছে, এই হামলাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছে সামরিক বাহিনী।+

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে একটি ‘ভূমিকম্প’ আঘাত হেনেছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, ধোঁয়াটে ধ্বংসাবশেষ এবং রক্তাক্ত হতাহতদের স্ট্রেচারে ওঠানো হচ্ছে। লোকজনকে তাদের হাত দিয়ে একটি বড় গর্তের ধ্বংসস্তূপ সরিয়ে বের হওয়ার জন্য মরিয়া চেষ্টা করতে দেখা গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়