ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চার সন্তান নিহত, তবুও আবাসভূমি ছাড়বেন না তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৭, ১৩ জুলাই ২০২৪
চার সন্তান নিহত, তবুও আবাসভূমি ছাড়বেন না তিনি

গাজার উত্তরে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে শনিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৭১ বেসামরিক নাগরিক এবং আহত হয়েছে দুই শতাধিক। এই হামলায় চার সন্তানকে হারিয়েছেন এক ফিলিস্তিনি নারী। তার স্বামীও হামলার পর থেকে নিখোঁজ। এই পরিস্থিতিতেও ওই নারী বলেছেন, তিনি গাজা ছাড়বেন না এবং উপত্যকার দক্ষিণেও যাবেন  না।

পরিবার হারানো এই নারী ইসরায়েলি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আল্লাহর দোহাই, নেতানিয়াহু, আমি দক্ষিণ গাজা উপত্যকায় যাব না। এটা আমার ভূমি, আমি ছাড়ব না এবং আমরা নেতানিয়াহু ও ইসরায়েলের কাছ থেকে আমাদের অধিকার নেব।’

সন্তানদের জানাজার সময় ওই নারী বলেন, ‘আমি চারজন শহীদের মা এবং আমার কোনো ছেলে জীবিত নেই। আমি তাদের জন্য গর্বিত, আল্লাহকে ধন্যবাদ এবং আমরা নেতানিয়াহুকে বলছি, আমরা আত্মত্যাগ করতে প্রস্তুত। আল্লাহ আমাদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের বিজয় নিকটবর্তী।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়