ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণিতে পুরস্কার জিতেছিল ট্রাম্পের ওপর হামলাকারী তরুণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৭:০০, ১৪ জুলাই ২০২৪
গণিতে পুরস্কার জিতেছিল ট্রাম্পের ওপর হামলাকারী তরুণ

পেনসিলভেনিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যিনি গুলি ছুড়েছিলেন তিনি আদতে রিপাবলিকান পার্টিরই নথিভুক্ত সদস্য। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এফবিআই জানিয়েছে, হামলাকারী ম্যাথিউ ক্রুকের বয়স ২০ বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। তার ছোড়া গুলিতে আরও এক সমর্থকের মৃত্যু হয়েছে। দু’জন গুরুতর আহত। 

এফবিআই আরও জানিয়েছে, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল, তার থেকে প্রায় ১১৮ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় তার।

পিটসবার্গ ট্রিবিউন-রিভিউ অনুসারে, ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হন। তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান কর্মশালা থেকে ‘তারকা পুরস্কার’ জিতেছিলেন। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়