ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

কেনিয়ায় নারীর খণ্ডিত দেহ ভর্তি আরও ব্যাগ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৪ জুলাই ২০২৪  
কেনিয়ায় নারীর খণ্ডিত দেহ ভর্তি আরও ব্যাগ উদ্ধার

কেনিয়ার পুলিশ নারীর টুকরো করা দেহাংশ ভর্তি আরও ব্যাগ খুঁজে পেয়েছে। শনিবার একটি  আবর্জনা স্তূপের মধ্যে এসব ব্যাগ খুঁজে পাওয়া গেছে। 

শুক্রবার গোয়েন্দারা নাইরোবির মুকুরুর বস্তির ভাগাড়ে বেশ কিছু ব্যাগ পান। ওই ব্যাগগুলোতে অন্তত ছয় জন নারীর খণ্ডিত দেহ পাওয়া গেছে। পুলিশ মুকুরুতে কমপক্ষে ছয়জন নারীর মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল। তবে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত পুলিশ নজরদারি সংস্থা জানিয়েছে, নয়টি মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে সাতজন নারী।

ডিরেক্টরেট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস (ডিসিআই) শনিবার জানিয়েছে, পরিত্যক্ত খনি থেকে আরও পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনটিতে নারীর শরীরের অংশ রয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে হবে।’

কেনিয়ায় গত বছর ভারত মহাসাগরের উপকূলের কাছে একটি জঙ্গলে গণকবর পাওয়া যায়। গণকবর থেকে ডুমসডে সম্প্রদায়ের শত শত অনুসারীর মৃতদেহ ছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়