ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৩, ১৪ জুলাই ২০২৪
গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা, নিহত ১৫

ইসরায়েলি বাহিনী মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত একটি স্কুলে বোমাবর্ষণ করেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রোববার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ৭০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

হামলার পর ভিডিওতে দেখা গেছে, আবু ওরাইবান স্কুলে আহত শিশুরা মাটিতে পড়ে আছে এবং নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। 

আরো পড়ুন:

এর আগে, শনিবআর গাজার উত্তরে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় ৭১ বেসামরিক নাগরিক নিহ হয়েছে এবং আহত হয়েছে দুই শতাধিক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়