ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ওমানে বিরল বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১১:৩৯, ১৬ জুলাই ২০২৪
ওমানে বিরল বন্দুক হামলা, নিহত ৪

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওমানে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মাস্কাটের আল-ওয়াদি আল-কবির নামক এলাকায় একটি মসজিদের কাছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ওমানি পুলিশ বলেছে, এ ঘটনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর একটিতে নিরাপত্তার একটি বিরল লঙ্ঘন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব নিরাপত্তা ব্যবস্থা এবং পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এখনো হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি। প্রমাণ সংগ্রহ ও প্রাথমিক তদন্ত চলছে।

এ ঘটনায় ওমানে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের হামলার এলাকা থেকে দূরে থাকার সতর্কতা জারি করেছে।

আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশ ওমান। সুলতানি আমল থেকেই দেশটিতে সহিংসতা বিরল। তাই ঠিক কি কারণে এ হামলা তা বের করতে কাজ করছে দেশটির পুলিশ।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়