ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৈদ্যুতিক ডিভাইস কারখানায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৫:৪৪, ১৬ জুলাই ২০২৪
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৈদ্যুতিক ডিভাইস কারখানায় আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের কোরেনেভো শহরে বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদনকারী একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ান এলাকায় হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের অন্তর্বর্তী গভর্নর আলেক্সি স্মিরনভ মঙ্গলবার টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘কারখানায় ড্রোন হামলার ঘটনায় শ্রমিকদের কেউ আহত হননি। তবে এ অঞ্চলের একটি আবাসিক ভবনে ইউক্রেনের আরেকটি ড্রোন বিস্ফোরক যন্ত্র নিক্ষেপের সময় একজন ব্যক্তি আহত হয়েছেন।’ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষাব্যবস্থা কুরস্ক অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে চারজন আহত হয়েছেন।

এছাড়া ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানিয়েছেন, ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন আহত হয়েছেন।

রুশ সংবাদমাধ্যম কমার্স্যান্ট মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ ইউক্রেন সীমান্তের কাছাকাছি বেলগোরোড অঞ্চলের ১৪টি গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়