ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

ব্যাংককে হোটেল থেকে ৬ বিদেশির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৬ জুলাই ২০২৪  
ব্যাংককে হোটেল থেকে ৬ বিদেশির লাশ উদ্ধার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে ছয় বিদেশির লাশ পাওয়া গেছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

থাই সরকার জানিয়েছে, যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে অন্তত একজন ভিয়েতনামি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রয়েছে।

থাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ছয় জনের সবাই বিদেশি নাগরিক। ব্যাংককের প্লাস গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলে এ ঘটনা ঘটেছে।

আরো পড়ুন:

থাই সরকার এক পৃথক বিবৃতিতে বলেছে, ‘পর্যটন খাতে নেতিবাচক প্রভাব এড়াতে প্রধানমন্ত্রী সব সংস্থাকে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।’

এর আগে অবশ্য বলা হয়েছিল, গুলিতে ছয় জন নিহত হয়েছে।

পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গুলির কোনো চিহ্নই পাওয়া যায়নি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়