বিভেদ ভুলে সবাই এখন ট্রাম্পের পেছনে
মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির কনভেশনের চিত্র দেখে প্রথমে ট্রাম্প বিরোধীরা ভ্যাবাচ্যাকা খেয়ে বসতে পারেন। সারাবছর দলের যেসব নেতা ট্রাম্পের বিরুদ্ধে গান গেয়েছেন তারাই এখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীর প্রশংসা করছেন। শুধু তা-ই নয়, বিভেদ ভুলে তারা এখন ট্রাম্পের পক্ষে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
সাবেক প্রতিপক্ষ নিকি হ্যালি, রন ডিসান্টিস এবং বিবেক রামাস্বামী মঙ্গলবার রাতে ট্রাম্পের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।
বছরের শুরুতে ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করেছিলেন জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত হ্যালি। সেই হ্যালি বলেছেন, ‘আমি একটি জিনিস শুরুতেই পুরোপুরি পরিষ্কার করব: ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার দৃঢ় সমর্থন রয়েছে।...আমাদের জাতির স্বার্থে আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকতে হবে।’
হ্যালি যখন তার সমর্থন ঘোষণা করেন, ট্রাম্প তখন দাঁড়িয়েছিলেন এবং হাততালি দিয়েছিলেন।
প্রাইমারিতে তৃতীয় স্থান অর্জনকারী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস তার বক্তব্যে সবাইকে ট্রাম্পের পিছনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা তাকে হতাশ করতে পারি না এবং আমরা আমেরিকাকে হতাশ করতে পারি না।’
দলের প্রতিনিধিরা সবাইক একবাক্যে বিভাজন দূর করার কথা বলেছেন।
জর্জিয়ার প্রতিনিধি প্যাম লাইটসি বলেছেন, দিন শেষে আমরা সবাই রিপাবলিকান।’
ঢাকা/শাহেদ