ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

‘জেলে যাব, তবুও সেনাবাহিনীতে যাব না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১২:৩৮, ১৭ জুলাই ২০২৪
‘জেলে যাব, তবুও সেনাবাহিনীতে যাব না’

সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদানের জন্য অর্থোডক্স ইহুদি পুরুষদের কাছে নোটিস পাঠানো শুরু করবে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার এ ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের রাস্তায় ব্যাপক বিক্ষোভ করেছে অর্থোডক্স ইহুদিরা।

ইসরায়েলি আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী সবার দুই বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। এতোদিন অর্থোডক্স ইহুদিদের এ ব্যাপারে ছাড় দেওয়া হয়েছিল। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আইন সংশোধনের উদ্যোগ নেয় নেতানিয়াহু সরকার। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট সরকারের পক্ষেই রায় দিয়েছে। বিষয়টি তীব্র ক্ষোভ সঞ্চার করেছে অর্থোডক্স ইহুদিদের মধ্যে।

মঙ্গলবার তেল আবিবের নিকটবর্তী আল্ট্রা অর্থোডক্স শহর বেনি ব্র্যাকে শত শত পুরুষ মধ্য ইসরায়েলের একটি প্রধান মহাসড়ক কয়েক ঘন্টা অবরোধ করে রাখে। ঘোড়ার পিঠে থাকা পুলিশ জনতাকে পিছনে ঠেলে দেয় এবং বিক্ষোভকারীদের টেনে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা কারাগারে যেতে রাজী, তবু সেনাবাহিনীতে নয়।

এক বিক্ষোভকারী বলেছেন, ‘যুদ্ধের জন্য এই সেনাবাহিনী নয়। এটি ধর্মের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার সেনাবাহিনী। তাই আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা - এবং এখানে আমার একটি ছেলে আছে - সেনাবাহিনীতে যাবে না, এক মিনিটের জন্যও নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়