ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১ ঘণ্টায় ৪৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৭ জুলাই ২০২৪  
১ ঘণ্টায় ৪৪ ফিলিস্তিনি নিহত

গাজায় মাত্র এক ঘণ্টায় তিনটি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, তিনটি হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।

আরো পড়ুন:

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে একটি পেট্রোল স্টেশনের কাছে কমপক্ষে ১৭ জন মারা গেছে এবং ২৬ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলে পাঁচজন মারা গেছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুসারে, উত্তর গাজার একটি গোলচত্বরের কাছে তৃতীয় হামলাটি হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়