রাফাহর অভ্যন্তরে ইসরায়েলি ট্যাঙ্ক, নিহত ১৩
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ঐতিহাসিক শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে। তারা বৃহস্পতিবার গাজার উত্তরে আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো দক্ষিণে রাফাহর অভ্যন্তরে প্রবেশ করেছে।
স্বাস্থ্য কর্মকর্তা এবং বাসিন্দারা জানিয়েছেন, মধ্য গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে এবং বুরেজ ক্যাম্পের একটি বাড়িতে হামলায় আরও দুজন নিহত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় গাজার অন্যান্য স্থান থেকে বাস্তুচ্যুত লোকদের আবাসস্থল দেইর আল-বালাহতে একটি গাড়িতে তিনজন নিহত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজার উত্তরে আরেকটি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী গাজা শহরে দুটি বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদ কমান্ডারের দুই নেতাকে হত্যা করেছে।
রাফাহ শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো শহরের পশ্চিম দিকে আরও গভীরে অগ্রসর হয়েছে এবং সেখানে একটি পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বাহিনী বেশ কয়েকটি টানেল খুঁজে বের করেছে এবং বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যা করেছে।
ঢাকা/শাহেদ