ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে রেস্তোরাঁর কর্মীদের নাম প্রকাশ্যে ঝুলানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ জুলাই ২০২৪  
ভারতে রেস্তোরাঁর কর্মীদের নাম প্রকাশ্যে ঝুলানোর নির্দেশ

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হিন্দু পবিত্র মাসে রেস্তোরাঁর মালিকদের তাদের কর্মীদের নাম ডিসপ্লে বোর্ডে তালিকাভুক্ত করতে বলেছে উত্তর প্রদেশের পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, এটি মুসলমানদের চিহ্নিত করার এবং একটি ‘সাম্প্রদায়িক বিভাজন’ তৈরি করার চেষ্টা। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভগবান শিবের কয়েক লাখ ভক্ত গঙ্গা নদী থেকে পানি সংগ্রহের জন্য উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর প্রদেশের (ইউপি)  পবিত্র স্থানগুলোতে পায়ে হেঁটে তীর্থযাত্রা করেন। ভক্তরা তাদের যাত্রার সময় খাদ্যতালিকাগত বিধিনিষেধ অনুসরণ করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে নিরামিষ ভোজন। সম্প্রতি উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় পুলিশ রেস্তোরাঁর মালিকদের তাদের কর্মীদের নাম ডিসপ্লে বোর্ডে তালিকাভুক্ত করার আদেশটি মৌখিকভাবে জানায়। তবে পুলিশের দাবি, প্রতি বছর পবিত্র মাসে এই আদেশ দেওয়া হয় এবং এটি ‘নতুন কিছু নয়।’

আরো পড়ুন:

মুজাফফরনগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা রাকেশ কুমার রয়টার্সকে বলেন, ‘এবার একজন সাধু আমাদের অনুরোধ করেছিলেন এই পবিত্র মাসে তাদের প্রচেষ্টাকে নষ্ট করতে পারে এমন কিছু খাওয়া এড়াতে এ ধরনের আদেশ দেওয়া উচিত।’

বিরোধী দলগুলোর নেতারা আশঙ্কা করছেন, পুলিশের এই পদক্ষেপটি ‘গভীর সাম্প্রদায়িক বিভাজন’ তৈরি করবে এবং হিন্দুরা মুসলমানদের খাবারের দোকানগুলো এড়িয়ে যেতে বাধ্য করবে।

বিরোধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘এই ধরনের আদেশগুলো সামাজিক অপরাধ, যা সম্প্রীতির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়