ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সীমান্তে ৩ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ জুলাই ২০২৪  
যুক্তরাষ্ট্রের সীমান্তে ৩ হাজার অভিবাসী

ব্যাগ, পানির বোতল ও ছোট শিশুদের সঙ্গে নিয়ে প্রায় তিন হাজার মানুষ মেক্সিকোর দক্ষিণে একটি মহাসড়কে তপ্ত রোদের মধ্যে মঙ্গলবার দাঁড়িয়েছিলেন। এদের সবার গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তে।

গত সপ্তাহে অভিবাসীদের দুটি দল যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে হেঁটে রওনা দিয়েছিলেন। এর আগে অভিবাসীদের ঢল নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছিল। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসীদের এই ইস্যুটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

হন্ডুরাস থেকে আসা এক অভিবাসী বলেন, ‘যেই হোক না কেন (যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্বে) আমরা সেখানে পৌঁছানোর লড়াই অব্যাহত রাখব। আমরা আমাদের স্বপ্নের জন্য লড়াই করব।’

আরো পড়ুন:

সাম্প্রতিক বছরগুলোতে বহরগুলোতে ১০ হাজারেরও বেশি অভিবাসীকে দেখা গেছে। পাচারকারীদের সীমান্ত পারাপারের জন্য যাদের অর্থ দেওয়ার মতো সামর্থ্য নেই, তারাই অভিবাসীদের এই ঢলে শামিল হতেন।

ভেনেজুয়েলা থেকে আসা ইয়ুসি বলেন, ‘আমি একটি ক্যারাভানের সঙ্গে ভ্রমণ করতে অনেক বেশি নিরাপদ বোধ করি।’

মেক্সিকো দক্ষিণের শহর চিয়াপাসের নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসীদের এই ঢলে আড়াই হাজার থেকে তিন হাজার মানুষ রয়েছে। এদের অধিকাংশই ভেনেজুয়েলার নাগরিক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়